মেনু নির্বাচন করুন

স্বাগতম




বারুয়ামারী জহুরা খাতুন উচ্চ বিদ্যালয়টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়াধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ ও কারিগরি শিক্ষাবোর্ড ঢাকা এর নিয়মকানুনের আওতাভূক্ত একটি (এম পিও ভুক্ত) শিক্ষা প্রতিষ্ঠান। জামালপুর জেলার সদর উপজেলা থেকে আট কিঃমিঃপূর্বদিকে ব্রহ্মপুত্র নদের অনতিদুরে বারুয়ামারী গ্রামে ১৯৬৭ সালে মরহুম হাসমত উল্লাহ্ সরকার এলাকাবাসীর সার্বিক সহযোগীতায় তার মা জহুরা খাতুনের নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন ।প্রতিষ্ঠালগ্ন থেকে অত্র এলাকার অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে এলাকাটির উন্নত হওয়ার পাশাপাশি বিদ্যালয়টি পরিনত হয়েছে আধুনিক, উন্নত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে । বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা পরিবার সদস্য ও অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র,বর্তমান সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভুমিমন্ত্রী (২০০৯-২০১৪) আলহাজ্ব রেজাউল করিম হীরা এমপি(১৯৯৬-২০১৮)মহোদয়ের আন্তরিক পৃষ্ঠপোষকতায় এটি বর্তমানে উন্নত অবকাঠামো এবং অত্যাধুনিক সুযোগ-সুবিদা সম্বলিত একটি শিক্ষা প্রতিষ্ঠান,যা জামালপুর সদর উপজেলায় সর্বাধিক সংখ্যক ছাত্র-ছাত্রীর অধ্যয়নের সুবিধা দিয়ে যাচ্ছে।প্রতিষ্ঠানটিতে এস এস সি,জে এস সি,নবম ভোকেশনাল এবং প্রাথমিক সমাপনী পাবলিক পরীক্ষা কেন্দ্র বিদ্যমান।অভ্যন্তরীণ ও পাবলিক পরীক্ষায় এই বিদ্যালয়ের ফলাফল সন্তোষজনক।একবিংশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান মনস্ক, দক্ষ এবং সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলাই আমাদের একান্ত প্রয়াস ।

মোহাম্মদ আহির উদ্দিন আকন্দ 

প্রধান-শিক্ষক /সদস্য-সচিব

বারুয়ামারী জহুরা খাতুন উচ্চ বিদ্যালয়

জামালপুর সদর,জামালপুর।