মেনু নির্বাচন করুন

সভাপতি




সভাপতির বাণীঃ বারুয়ামারী জহুরা খাতুন উচ্চ বিদ্যালয়টি জামালপুর সদর উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান । ১৯৬৭ইং সালে মরহুম হাসমত উল্লাহ্‌ সরকার এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন । আমি অত্র বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত সকল ব্যাক্তিবর্গ ও  এলাকাবাসিকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।অভিনন্দন জানাই অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি,অভিভাবক ও শিক্ষকমন্ডলী-কর্মচারীবৃন্দকে।আশা রাখি বিদ্যালয়টি ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে অত্র অঞ্চলের ছেলে-মেয়েদেরকে শিক্ষিত ও আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তুলার জন্য বিশেষ অবদান রাখবে।উক্ত ওয়েব-সাইটের মাধ্যমে বিদ্যালয়ের সার্বিক কর্মপরিধি ও পরিচিতি সবাই অতি সহজে জানতে পারবে।আমি বিদ্যালয়টির সার্বিক উন্নতি ও সাফল্য কামনা করছি।

 

  • জনাব জিন্নাত সহিদ পিংকি
  • সভাপতি,ম্যানেজিং কমিটি
  • বারুয়ামারী জহুরা খাতুন উচ্চ বিদ্যালয়।