মেনু নির্বাচন করুন

প্রধান শিক্ষক



প্রধান শিক্ষকের বাণীঃ জামালপুর জেলার সদর উপজেলাধীন বারুয়ামারী জহুরা খাতুন উচ্চ বিদ্যালয়টি ১৯৬৭ইং সালে প্রতিষ্ঠিত হয়ে অনগ্রসর জনগােষ্ঠির মাঝে শিক্ষা বিস্তারে গুরুত্বর্পূণ ভূমিকা পালন করে আসছে।বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা ও র্বতমান অবস্থানে আনার জন্য যে সকল ব্যাক্তিবর্গ  গুরুত্বর্পূণ অবদান রেখেছেন  তাদরেকে জানাই আন্তরিক মােবারকবাদ।বিদ্যালয়টির সার্বিক কর্মকান্ডে যে সকল ব্যাক্তিবর্গ শ্রম ও সহযােগিতা দিয়েছেনে  বিশেষত: প্রতিষ্ঠাতা,অন্যতম আজীবন দাতা সদস্য,সাবেক সফল ভূমিমন্ত্রী,বর্তমান সভাপতি,জনাব আলহাজ্ব রেজাউল করিম হীরা এমপি (১৯৯৬-২০১৯)মহোদয়,সকল ম্যানেজিং কমিটি,প্রাক্তন ও র্বতমান শিক্ষকমন্ডলী-কর্মচারীবৃন্দ,ছাত্র-ছাত্রীবৃন্দ, গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং এলাকাবাসীকে জানাই কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন।আধুনিক তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান মনস্ক শিক্ষার মানউন্নয়ন করে যুগোপযোগি শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত করার লক্ষ্যে অত্র বিদ্যালয় সংশ্লিস্ট সকলের নিরলস প্রয়াস অব্যাহত থাকবে ।পরিশেষে পরম করুণাময়ের কাছে এই ঐতিহ্যময় প্রতিষ্ঠানটির দিন দিন সার্বিক উন্নতি, সুখ্যাতি ও কৃতিত্বপূর্ণ অবদান কামনা করছি ।  

 

  • মোহাম্মদ আহির উদ্দিন আকন্দ (কায়সার) 
  • প্রধান শিক্ষক/সদস্য-সচিব, 
  • বারুয়ামারী জহুরা খাতুন উচ্চ বিদ্যালয়
  • জামালপুর সদর,জামালপুর।